Opu Hasnat

আজ ২৯ জুন বুধবার ২০২২,

একমাস পর করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১৬, সুস্থ ১৭২ স্বাস্থ্যসেবা

একমাস পর করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১৬, সুস্থ ১৭২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একমাস পর একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ২৯,১২৮ জন।

আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৬ জন। ফলে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৯,৫৩,২০৪ জন।

এ সময় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ সুস্থ হয়েছেন ১৭২ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৯,০০,৭৪৭ জন।

শনিবার (২১ মে ‘২২) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, করোনাভাইরাসে থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।