Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমায় চিত্রনায়ক আরজু বিনোদন

জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমায় চিত্রনায়ক আরজু

ফয়সাল হাবিব সানি : ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত 'তুমি আছো হৃদয়ে' চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালি পর্দার রঙিন দুনিয়ায় অভিষিক্ত হন চিত্রনায়ক কায়েস আরজু। প্রয়াত চলচ্চিত্র পরিচালক হাছিবুল ইসলাম মিজান পরিচালিত হৃদয়স্পর্শী এবং বেদনাবিধুর প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এ সিনেমায় সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে দাগ কাটতে সমর্থ হন সেই সময়ের সম্ভাবনাময় উঠতি এ অভিনেতা। তারপর কায়েস আরজুর চলচ্চিত্র ক্যারিয়ারে কেটে গেছে প্রায় ১৫ বছর। এর মধ্যে নানান দর্শকনন্দিত চলচ্চিত্র উপহার দিয়েছেন প্রজন্মের জনপ্রিয় এ চিত্রনায়ক।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- 'তুমি আছো হৃদয়ে (২০০৭)', 'বাজাও বিয়ের বাজনা (২০১০)', 'মন তোর জন্য পাগল (২০১৩)', 'ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল (২০১৪)' দসেই তুমি (২০১৪)' এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ব্যবসাসফল সিনেমা 'আমার প্রেম আমার প্রিয়া (২০১৯)'। এছাড়াও, কায়েস আরজু অভিনীত বেশ কিছু চলচ্চিত্র বর্তমানে মুক্তির প্রহর গুণছে। তবে, বড়ো পর্দার পাশাপাশি মিউজিক ভিডিও এবং নাটকেও দর্শকদের নজর কেড়েছেন তরুণ প্রজন্মের অন্যতম এ চিত্রনায়ক।

এদিকে, 'ময়না' শিরোনমের নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হবার বিষয়ে গণমাধ্যমকে নিজেই অবহিত করেছেন এ চিত্রনায়ক। 'ময়না' শিরোনামের এ সিনেমায় একজন সরকারি কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কায়েস আরজুকে। সিনেমাটিতে কায়েস আরজুর বিপরীতে অভিনয় করছেন ঢালিউডের এ সময়ের নবাগতা আলোচিত অভিনেত্রী রাজ রিপা। সিনেমাটিতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন আমান রেজা, আফফান মিতুল, সুব্রত, নাদের চৌধুরীসহ অনেকেই।

গত ২২ মার্চ থেকেই বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। তাছাড়া, আগামী ৩০ মার্চ (বুধবার) সাভারের নয়ানাভিরাম লোকেশনে সিনেমাটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া এবং সিনেমাটির গল্প লিখেছেন জাজ মাল্টিমিডিয়ার সিইও দেশবরেণ্য প্রযোজক আলিমুল্লাহ খোকন।

অপরদিকে, তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম মেঘের পরিচালনায়, চিত্রনাট্যে এবং সংলাপে নারীকেন্দ্রিক গল্পের এ সিনেমাটি ঢাকাই চলচ্চিত্রের সুদিন ফেরাতে গুরুত্ববহ অবদান পালন করবে বলে মনে করছেন চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও চলচ্চিত্রবোদ্ধারা।