গোপালপুর আত্রাই স্পোর্টিং ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২
আমিনপুর ব্যাডমিন্টন ক্লাব চাম্পিয়ন খেলাধুলা / 
কাশিনাথপুর বাগানবাড়ি শিশু পার্ক রোডে মিয়া বাড়ি ব্যাডমিন্টন মাঠে গোপালপুর আত্রাই স্পোর্টিং ক্লাব এর আয়োজনে আঃ হামিদ মিয়া-মালেকা খাতুন- শাহজাহান মিয়া স্মৃতি ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ৩২" কালার টিভি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় অংশগ্রহন করেন বরাট ব্যাডমিন্টন ক্লাব বনাম আমিনপুর ব্যাডমিন্টন ক্লাব। দর্শকপূর্ণ মাঠে প্রতিযেগিতামূলকএ খেলায় আমিনপুর ব্যাডমিন্টন ক্লাব (০২) চাম্পিয়ন হয়।
আঃ হামিদ মিয়া-মালেকা খাতুন-শাহজাহান মিয়া স্মৃতি ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্ব উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ মাহমুদ খান, কাশিয়াডাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ আরএমপি, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী, কাফরুল থানার অফিসার ইন চার্জ হাফিজুর রহমান জুয়েল, সাথিয়া থানার পরিদর্শক (তদন্ত) কমল দে, কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইন চার্জ ইমতিয়াজ আহমেদ।
এছাড়ও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আঃ সোবহান মিয়া, আঃ রাজ্জাক মিয়া, মীর ইসতিয়াক টুটুল, এদ্রাকপুর আলিম মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন কিরন, আঃ হামিদ মিয়া-মালেকা খাতুন-শাহজাহান মিয়া স্মৃতি ফাউন্ডেশন এর উপদেষ্টা মোঃ শাহিনুর রহমান শাহিন, কাশিনাথপুর তথ্যসেবা কেন্দ্রের পরিচালক মোঃ আলমাস সেখ, আয়োজক মোঃ সাকিব হাসান শাকিল প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আঃ হামিদ মিয়া-মালেকা খাতুন-শাহজাহান মিয়া স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম।