Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

ড্রেজারে মাটি কাটায় মেম্বারকে অর্থদণ্ড কুমিল্লা

ড্রেজারে মাটি কাটায় মেম্বারকে অর্থদণ্ড

কুমিল্লার দাউদকান্দিতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) আশ্রাফ হোসেনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুকান্ত সাহা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আশ্রাফ হোসেন উপজেলা সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাও ওয়াডের নবনির্বাচিত সদস্য।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুকান্ত সাহা জানান, আশ্রাফ মেম্বার ড্রেজার জমি থেকে দিয়ে মাটি উত্তোলন করছেন এমন অভিযোগে সেখানে অভিযান চালাই। এসময় তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে অবৈধ ড্রেজার মেশিনের ২০ হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়েছে। পরে এ ধরনের কাজ করবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।