Opu Hasnat

আজ ৯ জুন শুক্রবার ২০২৩,

ব্রেকিং নিউজ

দামুড়হুদা প্রায় ১৮ কোটি টাকা ব্যায়ে ভৈরব নদি খননের উদ্বোধন চুয়াডাঙ্গা

দামুড়হুদা প্রায় ১৮ কোটি টাকা ব্যায়ে ভৈরব নদি খননের উদ্বোধন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভৈরব নদ পূনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার সুবলপুর গ্রামের ৭৩ কিলোমিটার হতে ৮৪ দশমিক ৬ শত এর মধ্যে ১১.৪০ কিলোমিটার নদ খননের কাজের শুভ উদ্বোধন করা হয়।

রোববার দুপুরে দামুড়হুদা উপজেলার ভৈরব নদের সুবলপুর নামকস্থানে ফুলের শুভেচ্ছা বিনিময় শেষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলি আজগার টগর এমপি প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল হামিদ, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার তাছলিমা আক্তার, চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ অফিসার আরিফ আহমেদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতৃবৃন্দ। ভৈরব নদী খননের এই কাজে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের ব্যয় ১৭ কোটি ৭০ লাখ ১৩ হাজার টাকা।