Opu Hasnat

আজ ২১ মে শনিবার ২০২২,

সিংগাইরে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত মানিকগঞ্জ

সিংগাইরে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, মানিকগঞ্জের পৌর মেয়র রমজান আলী এবং সিংগাইর পৌর মেয়র আবু নঈম মোহাম্মদ বাশার সহ নবনির্বাচিত চেয়ারম্যানরগণ।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর সিংগাইর উপজেলায় ১১টি ইউনিয়নের মধ্যে নির্বাচনে ১০ জন এবং ১জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়। এদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের ৮জন, আওয়ামীলীগের বিদ্রোহী ২জন এবং ১জন বিএনপির স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন।