Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

কুমিল্লায় অস্ত্র উদ্ধার কুমিল্লা

কুমিল্লায় অস্ত্র উদ্ধার

কুমিল্লায় অস্ত্র-গুলি, ককটেল  উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ এলাকার বেলাল মিয়ার বাড়ির সীমানা প্রাচীর সংলগ্ন স্থান থেকে এসব উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে ওই এলাকায় যায় পুলিশ। পরে বেলাল মিয়ার বাড়ির সীমানা প্রাচীরের সঙ্গে পড়ে থাকা তিনটি স্কুলব্যাগ থেকে দুটি এলজি, একটি পাইপগান, ১২ রাউন্ড গুলি, আটটি ককটেল, দুইটি কালো পোশাক উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কাউন্সিল সোহেল হত্যাকাÐে এসব অস্ত্র ব্যবহার করা হতে পারে। তবে বিষয়টি এখনি পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি জানানো হবে।

আগে দিন বিকেল ৪টার দিকে নগরীর পাথুরিয়াপাড়া এলাকার নিজ কার্যালয়ে বসেছিলেন কাউন্সিলর সোহেল। এসময় মুখোশধারী একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনিসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহাকে মৃত ঘোষণা করে চিকিতসক।