Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

কোথাও মাটির রাস্তা থাকবে না : এমপি মিলন বাগেরহাট

কোথাও মাটির রাস্তা থাকবে না : এমপি মিলন

কোন ইউনিয়নে একটিও মাটির রাস্তা থাকবেনা। পর্যায়ক্রমে পাকা রাস্তা করা হবে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা ফকিরবাড়ি থেকে কুদঘাটা বাজার পর্যন্ত এক কিলোমিটার  কার্পেটিং রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাড. আমিরুল আলম মিলন এমপি একথা বলেন। নিশানবাড়িয়া ইউনিয়নে  সীমানা নির্ধারণ  জটিলতা অচিরেই সমাধান করা হবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, সদর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা শহিদুজ্জামান সাবু, পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, ইউপি সদস্য লুৎফর রহমান, আসাদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

একই দিনে তিনি জিসি মোরেলগঞ্জ সড়কের ১২শ’ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সরালিয়া কাঠের পুল হয়ে কুদঘাটা বাজার পর্যন্ত  একটি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।