Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

সৈয়দপুরের উন্নয়নের স্বার্থে সবকিছু করা হবে : স্থানীয় সরকার মন্ত্রী নীলফামারী

সৈয়দপুরের উন্নয়নের স্বার্থে সবকিছু করা হবে : স্থানীয় সরকার মন্ত্রী

নীলফামারীর প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভা’র কমিউনিটি সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল মো: তাজুল ইসলাম (এম পি) বলেন, সৈয়দপুরের উন্নয়নের স্বার্থে সবকিছু করা হয়ে।

শুক্রবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে পৌর মেয়র রাফিকা আকতার জাহানের সভাপতিত্বে অনান্যদের মধ্যে মঞ্চে উপস্থি থেকে বক্তব্য প্রদাণ করেন- নীলফামারি চার আসনের জাতীয় সংসদ সদস্য মো: আদেলুর রহমান, স্থানিয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, নীলফামারী জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার মো: মোখলেছুর রহমান এবং সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোখসেদুল মোমিন প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুর রহমান শাহিন। তবে মন্ত্রী বক্তব্য শেষ না করেই তড়িঘড়ি করে মঞ্চ ত্যাগ করেন। অনেকেই বলাবলি করেন শারিরীক সমস্যার কারণে, আবার অনেকেই বলছেন আমলাতান্ত্রিক জটিলতার কারণে রাগ করে মঞ্চ ত্যাগ করেন।