Opu Hasnat

আজ ১৯ অক্টোবর মঙ্গলবার ২০২১,

মোরেলগঞ্জের ৭২ টি পূজা মন্ডপে এমপির অনুদান বাগেরহাট

মোরেলগঞ্জের ৭২ টি পূজা মন্ডপে এমপির অনুদান

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৭২ টি পূজা মন্ডপে এমপির অনুদান বিতরন করা হয়েছে। শনিবার সকালে মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মোরেলগঞ্জ উপজেলায় ৭২টি পূজা মন্ডপে সরকারি বরাদ্ধের ৫শ কেজি চাল বিতরন অনুষ্ঠিত হয়।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এর ব্যক্তিগত উদ্যোগে ২ হাজার টাকা ও করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধ স্বাস্থ্য সামগ্রী

প্রতিটি পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পদকের হাতে এ অনুদান বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড: আমিরুল আলম মিলন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম, এমদাদুল হক, থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক তাজিনুর রহমান পলাশ,  মোরেলগঞ্জ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কোবির মোল্লা, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান বিপু, থানা ছাত্রলীগের সভাপতি মহিদুজ্জামান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পারাগ প্রমূখ।

এই বিভাগের অন্যান্য খবর