Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

নড়াইলে পর্যটনের উন্নয়নে সেমিনার নড়াইল

নড়াইলে পর্যটনের উন্নয়নে সেমিনার

নড়াইলের অরূণিমা রিসোর্ট গলফ ক্লাবে “স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি সহ গ্রামীণ পর্যটন উন্নয়নে রিসোর্ট এর ভূমিকা” শীর্ষক সেমিনার হয়েছে। শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহাবুব আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাষ্ট্রিজ এসোসিয়শন অব বাংলাদেশ এর সভাপতি ও অরূণিমা রিসোর্ট গলফ ক্লাবের এমডি খবির আহমেদ। অরূণিমা রিসোর্ট গলফ ক্লাবের ডিএমডি ইরফান আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর প্রতিনিধি জিয়াউল হক হাওলাদার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারি পরিচালক বোরহান উদ্দিন ও নিজাম উদ্দিন, টিগাব’র সভাপতি সৈয়দ মাহাবুব হাসান বুলু, টিডাব সভাপতি মোঃ হাবিব আলী প্রমুখ।