Opu Hasnat

আজ ২৪ মার্চ শুক্রবার ২০২৩,

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা কক্সবাজার

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুল্লাহ খুন হয়েছেন। কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে তার অফিসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উগ্রবাদী আরসা’কে দায়ী করছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকরা। রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ নম্বর ‘এপিবিএন’র পুলিশ সুপার নাইমুল হক বলেন, দুর্বৃত্তরা মুহিবুল্লাহকে গুলি করেছে। সংবাদ পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থল থেকে রোহিঙ্গাদের এই শীর্ষ নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। পরে ক্যাম্পের ‘এমএসএফ’ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে নয়টার দিকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকটি সংগঠন কাজ করে। তবে মুহিবুল্লাহর পরিচালিত এআরএসপিএইচ সংগঠনটি সবচেয়ে শক্তিশালী। জেলা প্রশাসক স্বাক্ষর করা এক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, মুহিবুল্লাহর সংগঠনের ৩০০ সক্রিয় সদস্য রয়েছে।