Opu Hasnat

আজ ১৯ অক্টোবর মঙ্গলবার ২০২১,

ফরিদপুরে চোরাই মটরসাইকেল চক্রের পাচঁ সদস্য আটক ফরিদপুর

ফরিদপুরে চোরাই মটরসাইকেল চক্রের পাচঁ সদস্য আটক

ফরিদপুরের সদর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চারটি চোরাই মটরসাইকেল চোর চক্রের পাচঁ সদস্যকে আটক করেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিলা রোড বাজার হতে ফরিদপুর জেলার চোরাই মটর সাইকেল ক্রয়-বিক্রয়ের চক্রের মুলহোতা মোঃ শামীম মাতুব্বর (২১)কে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্যমতে একে একে আটক করা হয় চারজনকে। অভিযান এর সময় উদ্ধার করা হয় চারটি মটর সাইকেল। শামীম ছাড়া আটক অন্যরা হলেন- হাসিবুল হাসান (২২), তানজিল ইসলাম শান্ত (২৪), আসিব খাঁন ওরফে টগর (২০) ও শান্ত ইসলাম (২০)।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম জানান, ফরিদপুর জেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই মটর সাইকেল চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এর মধ্যে এই চক্রের মূল হোতা মোঃ শামীম মাতুব্বরকে আটকের মধ্যে দিয়ে মূলত এই চক্রের সন্ধান লাভ করা সম্ভব হয়। তিনি বলেন আটকৃতরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত। অভিযান চালিয়ে তাদের কাছে থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ আব্দুল জব্বার বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৮৩। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

এই বিভাগের অন্যান্য খবর