Opu Hasnat

আজ ২১ অক্টোবর বৃহস্পতিবার ২০২১,

ফরিদপুরে দেশী-বিদেশী মদসহ ৯ জন আটক ফরিদপুর

ফরিদপুরে দেশী-বিদেশী মদসহ ৯ জন আটক

ফরিদপুরের শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে দেশী-বিদেশী মদ ও মদ তৈরির উপকরণ সহ ৯জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গত মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিফ্রিং এ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা জানান, গত মঙ্গলবার রাতে আলীপুর এলাকা থেকে দুজন কিশোরকে ৩ বোতল দেশীয় মদসহ আটক করা হয়। এরপর তাদের কথা মতো এ ঘটনায় জরিত আরো ৬জনকে আটক করে পুলিশ। তিনি বলেন অভিযান কালে ৩৮ লিটার মদ, ১০ লিটার মদ তৈরির ক্যামিকেল উদ্ধার করা হয়। তিনি বলেন এ ঘটনায় এ পর্যন্ত ৯জনকে আটক করা হয়েছে। বাকি আরো একজনকে আটকের জোর চেষ্টা চালানো হচ্ছে। এই মদ গুলো আগামী দূর্গা পূজাকে উপলক্ষে তৈরি বা জোগার করা হচ্ছিলো বলে তিনি জানান।  

এদিকে এঘটনায় বৃহস্পতিবার ফরিদপুর কোতয়ালী থানায় ১০জনের নাম উল্লেখ করে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৭৩।

 

এই বিভাগের অন্যান্য খবর