Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সৈয়দপুরশহর জুড়ে ডাষ্টবিন স্থাপন করলো হৃদয়ে সৈয়দপুর নীলফামারী

সৈয়দপুরশহর জুড়ে ডাষ্টবিন স্থাপন করলো হৃদয়ে সৈয়দপুর

নীলফামারীর সৈয়দপুরে ময়লা-আবর্জনা ফেলার ডাষ্টবিন স্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করলো ম্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুর। সংগঠনের সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে গত রোববার থেকে শুরু করে এসব ডাষ্টবিন স্থাপনের কাজ।

উত্তরের ব্যবসা-বাণিজ্য শহর সৈয়দপুর। শহরকে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব সকলের। শহরে পর্যাপ্ত ডাষ্টবিন বা ময়লা ফেলার কন্টেইনার না থাকায় লোকজন যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে শহরকে অপরিস্কার করেন। আর এই কন্টেইনার স্থাপনে এগিয়ে আসে হৃদয়ে সৈয়দপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যগণ। তারা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডাষ্টবিন স্থাপন করে ব্যবহার বিষয়ে সচেতন করে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা, সভাপতি আকাশ সরদার, সাধারণ সম্পাদক মো. রুবেল, সদস্য মো. মমিনুল ইসলাম, মো. নুর নবী, নজির, রাশেদুজ্জামান, শাহরোজ রাব্বি, আসিফ, আশিয়া, লিলি, তৃষা, সুলতানা, লাবনী, রাইদা ও আশা হক। সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এ কাজটি করেছেন বলে জানান।

 

এই বিভাগের অন্যান্য খবর