Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সুনামগঞ্জে সেতু নির্মাণের দাবিতে অর্ধশতাধিক গ্রামের হাজারো মানুষের মানববন্ধন সুনামগঞ্জ

সুনামগঞ্জে সেতু নির্মাণের দাবিতে অর্ধশতাধিক গ্রামের হাজারো মানুষের মানববন্ধন

মুজিব বর্ষের অঙ্গীকার সেতু হবে জনতার এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদী ও চলতি নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন সুরমা নদীর উত্তর তীরের লোকজন। শনিবার দুপুরে প্রথমে সদর উপজেলার সুরমা ইউনিয়নের রেবীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশ করেন। পরে মিছিল সহকারে সুরমা নদীর তীরে গিয়ে ঘণ্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা কল্যাণ ঐক্য পরিষদ এবং উত্তর সুরমা এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন করা হয়। সদর উপজেলার তিনটি ইউনিয়নের অর্ধ শতাধিক গ্রামের হাজারো মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও আইনজীবী শামীম আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকসুদ আলী, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগ আব্দুল করিম, সেলিম আহমেদ, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মমিন মিয়া প্রমুখ। বক্তারা সুরমা ও চলতি নদীতে দ্রুত সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

এই বিভাগের অন্যান্য খবর