Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

অন্ধত্ব নিবারণে সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু শিবির নীলফামারী

অন্ধত্ব নিবারণে সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু শিবির

দুস্থ মানুষের অন্ধত্ব নিবারনে উদ্যোগ নিয়েছে ওব্যাট থিংক ট্যাঙ্ক নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার সকালে (১৪ সেপ্টেম্বর) নীলফামারীর সৈয়দপুরে ওব্যাট স্কুলে ৩২৬ জন চক্ষু রোগীর চিকিৎসা সেবা ও ব্যাবস্থাপত্র দেওয়া হয়। এরমধ্যে ২৬ জনের চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়।

চক্ষু শিবিরে কারিগরী সহযোগিতা দিচ্ছেন রংপুরের কমিউনিটি আই কেয়ার হাসপাতাল। শিবিরটি উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসেইন। এরপর স্বাস্থ্যবিধি রোগী দেখেন চিকিৎসকরা।

ওব্যাট কানাডার অর্থায়নে ওই চক্ষু শিবিরটি অনুষ্ঠিত হয়। আগামী ডিসেম্বরের মধ্যে আরও ৫০০ রোগীর চোখে অস্ত্রোপচার করা হবে জানায় সংস্থাটি।এসময় উপস্থিত ছিলেন ওব্যাট থিংকের এরিয়া সমন্বয়কারী এরফান আযম, সহ-ব্যবস্থাপক মাহফুজ আলম, সৈয়দপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্ষিলর নজরুল ইসলাম রয়েল, কমিউনিটি আই কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক মো. জাফর প্রমুখ।

ওব্যাট স্কুলের প্রধান শিক্ষক তাবাসসুম জানান, এই অঞ্চলের দুস্থ মানুষের সেবায় কাজ করছে আমাদের ওব্যাট সংস্থা। আমরা উদ্যোগ নিয়েছি অভাবী ও গরিব মানুষের অন্ধত্ব নিবারনে।