Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

দুর্গাপুর সীমান্তে ২৫ লক্ষ টাকার শাড়ী আটক নেত্রকোনা

দুর্গাপুর সীমান্তে ২৫ লক্ষ টাকার শাড়ী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ভরতপুর ও উত্তর বারমারী এলাকায় অভিযান চালিয়ে ২৫ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করা হয়েছে। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া বুধবার দুপুরে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সদর ইউনিয়নের ভরতপুর বিওপি’র নায়েক সুবেদার মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে ভরতপুর ও বারমারী বিওপি’র সমন্বয়ে ১৩ সদস্যের একটি দল মঙ্গলবার রাত ২.৪৫ এর দিকে সীমান্ত এলাকায় টহল দেয়ার সময় গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় শাড়ী গুলো আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত মালামাল গুলো নেত্রকোণা কাস্টমস্ অফিসে প্রেরণ করা হয়। যার সিজার মূল্য ২৫ লক্ষ ১১ হাজার টাকা।