Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

পদ্মার পানি বিপদসীমার ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত রাজবাড়ী

পদ্মার পানি বিপদসীমার ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত

পদ্মা নদীর রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে ৫ সেন্টিমিটার। ৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কারনে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নতুন করে প্লাবিত হয়েছে বেতকা, রাখালগাছি, দেবোগ্রাম, চর দৌলতদিয়া, হরিনবাড়িয়াসহ বেস কয়েকটি এলাকা।

জেলা প্রশাসনের তথ্যমতে, জেলার ১৩ টি ইউনিয়নের ৬৭ টি গ্রামে পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দি হয়ে পরেছে অন্তত ১০ হাজার পরিবার।

পানি উন্নয়ন বোর্ড দৌলতদিয়া পয়েন্টের পানি পরিমাপক ইদ্রিস আলী জানান, পদ্মার পানি ২৪ ঘন্টায় দৌলতদিয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানি এখন বিপদ সীমার ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকতা মোঃ আরিফুল হক জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানি বন্দি মানুষের সংখ্যাও বাড়ছে। তবে গত জেলায় সাড়ে ৭ হাজার মানুষের তালিকা অনুযায়ী ১০ মেট্টিক টন চাল ও দুই লক্ষ টাকা নগদ প্রদান করা হয়েছে।