Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন খুলনা

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” প্রতিপাদ্য নিয়ে পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। 

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস এর সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময়ে উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, সাবেক উপধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার সহ সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। 

দুপুরে মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি লিঃ এর নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি মোঃ আঃ জব্বার সরদার এর  সভাপতিত্বে ও সহ- সভাপতি মোঃ বেল্লাল মোড়ল এর পরিচালনায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। 

এ দিকে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনাতনে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে  ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। একই সভায় মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণার অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল ও মিজানুর রহমান।