Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

বারবার কেন পদ্মা সেতুতে আঘাত সেটা খুঁজে বের করতেই হবে : সেতুমন্ত্রী মুন্সিগঞ্জ

বারবার কেন পদ্মা সেতুতে আঘাত সেটা খুঁজে বের করতেই হবে : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বারবার কেন পদ্মা সেতুতে আঘাত লাগছে-সেটা আমাদের খুজে বের করতেই হবে।

পদ্মা সেতুতে আঘাত মানেই সারাদেশের মানুষের অনুভুতিতে আঘাত। জাতীয় ভাবে মানুষ আহত হচ্ছে। অনুভুতিতে আঘাত লাগছে। কেন পদ্মা সেতুতে বার বার আঘাত লাগছে, কি কারনে-তা খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেনসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাহস ও সক্ষমতার সোনালী ফসল। এ সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও পেছনে লোক লেগে আছে। দেশে ও বিদেশেও লেগে আছে। এখানে বিআইডব্লিউটিসির লোকজন আছেন, সেতু বিভাগের লোকজনও আছেন। সেনাবাহিনীর যারা প্রথম থেকেই আছেন। বারবার কেন পদ্মা সেতুতে আঘাত লাগছে-সেটা আমাদের খুজে বের করতে হবে।