Opu Hasnat

আজ ১৮ সেপ্টেম্বর শনিবার ২০২১,

ব্রেকিং নিউজ

মাগুরায় ট্রাক-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মাগুরা

মাগুরায় ট্রাক-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর গ্রামের ইরাক প্রবাসি স্বাধীনের স্ত্রী খাদিজা (২২) নামের  এক গৃহবধু বৃহসপতিবার দদুপুর ১২ টার সসময় ট্রাকের  চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে রাহাতপুর গ্রামে নিহত খাদিজার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নহাটা থেকে মটোরসাইকেল যোগে বাড়িতে ফিরার সময় রাহাতপুর সুইসগেট সংলগ্ন পশ্চিম পাশে নহাটা-রাজাপুর সড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, এসময় মোটরসাইকেল আরোহী মোছাঃ খাদিজা (২৪) ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সময় খাদিজার কোলে থাকা কন্যা শিশু পাশের ধান ক্ষেতে গিয়ে আছড়ে পড়ায় অক্ষত রয়েছে।

এদিকে ঘাতক ট্রাকটি নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আটকে রাখা হয়েছে।  এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে।