Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

দুর্গাপুরে লকডাউন না মানায় জরিমানা নেত্রকোনা

দুর্গাপুরে লকডাউন না মানায় জরিমানা

করোনা ভাইরাস ব্যপকহারে বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে করোনা বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা ও মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো করা হয়।

এ উপলক্ষে পৌরশহরে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ শেষে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চড়মোক্তারপাড়া এলাকার শহিদুল ইসলামের মেয়ের বিয়ে বাড়ীতে স্বাস্থ্য বিধি না মানায় এবং লকডাউন চলাকালীন সময়ে শহরে কয়েকটি দোকান খোলা রাখার অপরাধে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব-উল-আহসান। এ সময় অন্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইর মুহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

সরকার ঘোষিত লকডাউন চলাকালীন সময়ে মাক্স বিতরণ, জনসচেতনতামূলক প্রচারণা সহ উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও রাজিব।