Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

করোনা রোগীর অক্সিজেন সেবায় সংযোগ সৈয়দপুরের স্বেচ্ছাসেবীরা নীলফামারী

করোনা রোগীর অক্সিজেন সেবায় সংযোগ সৈয়দপুরের স্বেচ্ছাসেবীরা

করোনা রোগীর শ্বাসকষ্ট কমাতে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ছুটছেন সংযোগ সৈয়দপুরের স্বেচ্ছাসেবীরা। এ সংগঠনের কর্মীরা বিনামুল্য অক্সিজেন সরবরাহ করে ইতোমধ্যে সকলের নজরে এসেছে।

সৈয়দপুরের খিয়ারজুম্মা গ্রামে এক বয়স্ক বৃদ্ধা মায়ের শ্বাসকষ্ট হচ্ছে। অক্সিজেন লেভেল ৯২ এর নিচে। সংযোগ সৈয়দপুরের চিকিৎসা পরামর্শক ডা. আরমান হোসেন রনি ও উপদেষ্টা এম আর আলম ঝন্টু ভেরিফাই করে দ্রুত অক্সিজেন দেওয়ার সাজেস্ট করলে স্বেচ্ছাসেবী সামিউল অক্সিজেন নিয়ে ছুটে যায় প্রত্যন্ত সেই গ্রামে। এমনিভাবে শহরের নয়াটোলা ও অন্যান্য খবর পেয়ে দ্রুত অক্সিজেন পৌঁছে দিচ্ছেন কর্মীরা।

ইকু গ্রুপের সহযোগিতায় সংযোগ সৈয়দপুর বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছেন। দ্রুত অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেন সংযোগ সৈয়দপুরের আহবায়ক ইরফান আলম ইকু। তিনি বলেন, শ্বাসকষ্টে ভোগা বা করোনা রোগীদের জরুরি প্রয়োজনে ইকু গ্রুপ সর্বদা প্রস্তত আছে। আমরা সংযোগ সৈয়দপুর এর মাধ্যমে খবর পাওয়া মাত্র অক্সিজেন সরবরাহ করে যাচ্ছি। ইতোমধ্যে সংযোগ সৈয়দপুরের কর্মীদের কর্মকান্ড সকলের নজরে এসেছে।

 

এই বিভাগের অন্যান্য খবর