Opu Hasnat

আজ ১৯ সেপ্টেম্বর রবিবার ২০২১,

ব্রেকিং নিউজ

দুর্গাপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ নেত্রকোনা

দুর্গাপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার দক্ষিন ভবানীপুর এলাকার সোমেশ্বরী নদীতে গোসলে নেমে ওয়াজিব হোসেন (৫) নামে এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে এ নিখোজের ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ওই এলাকার দুঃখু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, ওয়াজিব হোসেন সহ ওই এলাকার আরো চার পাঁচ জন বিকেলে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে ওয়াজিব নদীতে ডুব দিলে আর ওঠেনি। সাথে থাকা সঙ্গীরা সাথে সাথে বিষটি তাঁর পরিবারকে জানায়। পরবর্তিতে পরিবারসহ স্থানীয়রা এসে খোঁজা-খুঁজি শুরু করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত ওয়াজিব এর সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে দুর্গাপুর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, অন্ধকার হয়ে যাওয়ার কারনে আপাতত উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। শনিবার ভোর থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে।