Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

পাইকগাছায় ৩শ ভূমিহীন পরিবার পেলো জমিসহ রঙিন ঘর খুলনা

পাইকগাছায় ৩শ ভূমিহীন পরিবার পেলো জমিসহ রঙিন ঘর

পাইকগাছায় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীনদের মাঝে তৃতীয় লিঙ্গের ৩টিসহ ৩শ পরিবারের  মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ঘর উপহার দেয়া হয়েছে। রোববার মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঘর ও দলিল হস্তান্তর করেন। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে হরিঢালী, কপিলমুনি, লস্কর, চাঁদখালী, সোলাদানা, গদাইপুর, রাড়ুলী ও গড়ইখালী ইউনিয়নে ঘরের দলিল হস্তান্তর করা হয়। 

উপজেলা পরিষদ মিলনায়তনে দলিল হস্তান্তরের উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান ও কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার। বেলা ১টায় হরিঢালী ইউনিয়নের গোলাবাড়ীস্থ ভূমিহীন তৃতীয় লিঙ্গের ৩টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।