Opu Hasnat

আজ ৩০ জুলাই শুক্রবার ২০২১,

ফরিদপুরে আগামীকাল থেকে কঠোর লকডাউন ফরিদপুর

ফরিদপুরে আগামীকাল থেকে কঠোর লকডাউন

ফরিদপুর জেলায় করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। রবিবার সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ লকডাউনের ঘোষনা দেন জেলা প্রশাসক অতুল সরকার। লকডাউনের মধ্যে শুধুমাত্র কাচাঁ বাজার ও ঔষধের দোকান ছাড়া সব কিছুই বন্ধ রাখার কথা বলা হয়েছে। লকডাউনের নির্দেশনা যারা মানবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

ফরিদপুর জেলায় গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৫শ ২৬ জন। আর মৃত্যু বরন করেছেন ১১ জন। করোনার সংক্রমনের হার ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কমিটির জরুরী সভায় এ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফরিদপুর পৌর এলাকা ছাড়াও ভাঙ্গা ও বোয়ালমারী পৌর এলাকায়ও এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করা হয়। জেলা প্রশাসক জানিয়েছেন, প্রথম দফায় এক সপ্তাহের জন্য লকডাউন দেওয়া হয়েছে। পরবর্তীতে সময় আরো বাড়ানো হতে পারে। 

এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২১জন বলে জানিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ সিদ্দিকুর রহমান। তিনি নিজেও করোনায় আক্রান্ত বলে জানাগেছে।