Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

দুর্গাপুরে অজগর সাপ উদ্ধার নেত্রকোনা

দুর্গাপুরে অজগর সাপ উদ্ধার

নেত্রকোণার দুর্গাপুরে একটি অজগর উদ্ধার করেছে সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের সদস্যরা। শুক্রবার রাত বারোটার দিকে পৌর শহরের চরমোক্তারপাড়া এলাকার একটি বাসা থেকে অজগরটিকে উদ্ধার করে তারা। 

ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা টিনের বেড়ার বাঁশের খুঁটিতে অজগরটিকে পেছিয়ে থাকতে দেখে বাঁশ ও লাঠি দিয়ে থেকে মেরে ফেলার চেষ্টা করে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে বন্যপ্রাণী রক্ষায় ওই সংঘঠনের সদস্যরা ঘটনাস্থল থেকে অজগরটি উদ্ধার করে নিয়ে আসা। ধারণা করা হচ্ছে বাড়ির পাশ দিয়ে বয়ে চলা সোমেশ্বরীর নদীর পানিতে অজগরটি ভেসে চলে এসেছে। পরবর্তীতে নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসে প্রায় ৫ ফুট লম্বা ছোট এই অজগরটি। 

উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান জানান, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের মাধ্যমে আমরা জানতে পারি একটি অজগর ধরা পড়েছে । পরবর্তীতে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বন বিভাগের সাথে যোগাযোগ করে সংগঠনের সদস্যদের কাছে পরিচর্যার জন্য রেখে দেওয়া হয়েছে। সকালে বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তাদের সাথে নিয়ে এটি বনে অবমুক্ত করার ব্যবস্থা করবো ।