Opu Hasnat

আজ ৩০ জুলাই শুক্রবার ২০২১,

ব্রেকিং নিউজ

সৈয়দপুরে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন ৬০ পরিবার নীলফামারী

সৈয়দপুরে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন ৬০ পরিবার

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে দ্বিতীয় দফায় নীলফামারীর সৈয়দপুরে ৬০টি ভুমিহীন ও গৃহহীন পরিবার জমি ও ঘর পাচ্ছেন। রোববার (২০ জুন) সকাল সাড়ে দশটায় সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিক উদ্বোধনের পর সুবিধাভোগীদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হবে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ জানান, জেলায় ১ হাজার ২৫০টির মধ্যে নীলফামারী সদরে ২২০টি, সৈয়দপুরে ৬০টি, কিশোরগঞ্জে ১৭০টি, ডোমারে ৩০০টি, ডিমলায় ২০০টি এবং জলঢাকা উপজেলায় ৩০০ টি রয়েছে। ৩৯৪ বর্গফুটের একক গৃহ নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৯০ হাজা টাকা। 

তিনি আরও জানান, নির্মিত গৃহ সমুহে বিদ্যুৎ সংযোগ ও টিউবওয়েল স্থাপন করা হয়েছে। দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা গৃহে একটি টয়লেট, একটি রান্না ঘর ও ইউটিলিটি স্পেস রয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর পরই এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানান তিনি।