Opu Hasnat

আজ ২১ জুন সোমবার ২০২১,

বড়াইগ্রামে হাইওয়ে পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধ ক্যাম্পেইন নাটোর

বড়াইগ্রামে হাইওয়ে পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধ ক্যাম্পেইন

নাটোরের বড়াইগ্রামে করোনা সচেতনতা বাড়াতে বনপাড়া হাইওয়ে পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।  ‘মাস্ক পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সামনে  রেখে বুধবার সকালে উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া রিজিওয়নের হাইওয়ে পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান ইবনে রহমান, বনপাড়া বাস মালিক সমিতির সভাপতি প্রভাষক আব্দুল করিম মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোস্তফা ব্যাপারী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  পরে প্রধান অতিথি সহ অন্যান্য পুলিশ সদস্যরা বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরন করেন।