Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মুক্তিযোদ্ধা স্কাউটার পেয়ারা’র মৃত্যুতে রংপুর জেলা রোভার ও স্কাউটের শোক রংপুর

মুক্তিযোদ্ধা স্কাউটার পেয়ারা’র মৃত্যুতে রংপুর জেলা রোভার ও স্কাউটের শোক

এম আর এইচ সুমন, রংপুর : ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা স্কাউটার মীর আনিসুল হক পেয়ারা রবিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত্যুবরণ করে (ইন্না-লিল্লাহী...রাজিউন)।
মীর আনিসুল হক পেয়ারা’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভার ও জেলা স্কাউট পরিবারের সকল কর্মকর্তা, লিডার ও সদস্যবৃন্দ।

রংপুর জেলা রোভার ও স্কাউট পরিবার শোক প্রকাশ করে জানায় আমরা আমাদের একজন অন্যতম অবিভাককে হারালাম, আমরা তার বিদেহী আত্মার মাহফেরাত কামনা করছি, সৃষ্টিকর্তা তাকে বেহশত নসিব করুক এবং তার রেখে যাওয়া পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা স্কাউটার মীর আনিসুল হক পেয়ারা ছিলেন স্কাউটিংয়ের আত্মনিবেদনকারী, তিনি আফানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক স্কাউট লিডার ও রংপুর জেলা স্কাউটে দীর্ঘ সময় (১৯৮৫-২০০৩ সাল পর্যন্ত) ধরে জেলা স্কাউট কমিশনারের দ্বায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ পদক রোপ্য বাঘ্র আর্জন করে। স্কাউট অঙ্গনের এমন একজন অবিভাবকের মৃত্যুতে জেলা রোভার ও স্কাউট পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।