Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

বিবেকের চাষ // আবুল হাসান শিল্প ও সাহিত্য

বিবেকের চাষ // আবুল হাসান

বিবেকের চাষ করেছি আমি
ফুটেছে গাঁদা সরিষা ফুল
ভ্রমরেরা খেলিছে খেলা
মধু আহরণে আত্মব্যাকুল।

বিবেকের বীজ বুনেছি আমি
দিয়েছি সেচ অশ্রু জল
কেটেছি শস্য আনন্দ ভরে
তুলেছি ঘরে মিষ্ট ফল।

বিবেকের জ্বালা সহেছি আমি
ত্যাগিছি আমি অন্নকুল
অধমেরে সেঁধেছি আমি 
গড়িতে ভাগ্যের শাপলা বকুল।

বিবেকের নদী দিয়েছি পাড়ি
খুজেছি আমি মনুষ্যকুল
পাইনি আজও তাহারে আমি
কিনারে এসে অহিনকুল।

আহবান : আমার লেখাটিকে নিছক কবিতা বলে উড়িয়ে না দিয়ে আসুন সবাই মিলে বিবেকের চাষ করি। এতে মানবতার উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশে কিছু রপ্তানি করা যাবে। ফলে দেশে ঘুষ, দূর্নীতি, ধর্ষন, মারামারি, কাটাকাটি বন্ধ হবে এবং দেশে শান্তি আসবে। এটিই আমাদের প্রানপ্রিয় দেশের  জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন। জিএম- ফরিদপুর পবিস