Opu Hasnat

আজ ১৬ জুন বুধবার ২০২১,

ফরিদপুরে কেউ মানছে না করোনা বিধি নিষেধ ফরিদপুর

ফরিদপুরে কেউ মানছে না করোনা বিধি নিষেধ

ফরিদপুর শহরের বিপনী বিতান, মার্কেট, শপিংমলসহবাজার গুলোতে কেউ মানছেনা করোনা বিধি। কে কার আগে পণ্য বিক্রি ও ক্রেতাপণ্য কিনবে সেটার যেন এক অসম প্রতিযোগিতা চলছে। অনেক দোকানের ছোট রুমে যেখানে ৫ জন থাকায় দায় সেখানে গাদাগাদি করে ৩০ থেকে ৪০জনের উপস্থিতিতে চলছে কেনা বেচা।

শহর ঘুরে দেখা যায়, শহরের হাফেজ বিল্ডিং এর অক্টোপাস মোবাইল এর এক্সেসারিজ দোকানের ছোট রুমে গাদাগাদি করে ৩০ থেকে ৪০জন কেনাকাটা করছেন। এদের অনেকের ক্রেতা ও বিক্রেতাদের মুখে মাস্ক দেখা যায়নি। দোকানের মালিককে জিঙ্গাসা করলে কোন উত্তর দিতে পারেনি।

এভাবে নিউমার্কেট এর ভিতরের প্রতিটি দোকানে ও বাইরে একই অবস্থা। প্রচন্ড ভিড়ের ভিতর চলছে গাদাগাদি করে বেচা বিক্রি।

এর ভিতর মাহিন নামে একজন ক্রেতা জানান, ভাই শুক্রবার ঈদ তাই কেনাকাটা করতে এসেছি। সময় নেই মাস্ক পড়ার।

খোদেজা নামে এক মহিলা বলেন, মাস্ক পরে লাভ কি? মাস্ক তোর আর করোনা থামাতে পারছে না।

এভাবে শহরের বিভিন্ন স্থানে ঈদকে সামনে রেখে চলছে কেনাকাটার অসম প্রতিযোগিতা। কারো কোন সময় নেই যেন ফুরসতের করোনা বিধি মেনে চলার। এদিকে জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৭২ জনের। এর ভিতর করোনায় আক্রান্ত হয়েছে মোট ১০ হাজার ২৩০ জন। মঙ্গলবার জেলা সিভিল সার্জনের হিসেব মতে গত ২৪ ঘন্টায় ১২জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে।