Opu Hasnat

আজ ২১ জুন সোমবার ২০২১,

নড়াইলে ইউপি চেয়ারম্যান কর্তৃক কিশোরকে মারধরের ভিডিও ভাইরাল! নড়াইল

নড়াইলে ইউপি চেয়ারম্যান কর্তৃক কিশোরকে মারধরের ভিডিও ভাইরাল!

নড়াইলের বাঐসোনা ইউপি চেয়ারম্যান কর্তৃক কিশোরকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা গেছে, নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোরকান মোল্যা (৪৮) কর্তৃক এক কিশোরকে (১৪) মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে  ভাইরাল হয়েছে।

রোববার (৯ মে) বাঐসোনা ইউনিয়নের শরীফপুর গ্রামের শ্মশানের সামনে এ ঘটান ঘটে। পরে সোমবার (১০ মে) দুপুরের থেকে এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় লাল জামা পরা এক কিশোরকে রাস্তার উপর ফেলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করছেন চেয়ারম্যান ফোরকান। এ সময় বারবার কাকুতি-মিনতি করেও চেয়ারম্যানের মন গলাতে পারেনি ওই কিশোর। অকথ্য ভাষায় গালি দিয়ে কিশোরের বুকের উপর উঠে লাথি  মারতে থাকেন।  

এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তীব্র নিন্দা ও চেয়ারম্যানের শাস্তির দাবি করছেন নেটাগরিকরা। তবে কি কারণে এ কিশোরকে নির্যাতন করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।