Opu Hasnat

আজ ১৬ জুন বুধবার ২০২১,

ফরিদপুরের গট্টিতে সমাজসেবক মীর আহসান হাবিবের বস্ত্র বিতরণ ফরিদপুর

ফরিদপুরের গট্টিতে সমাজসেবক মীর আহসান হাবিবের বস্ত্র বিতরণ

ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কসবা গট্টি গ্রামের বিশিষ্ট সমাজসেবক মীর আহসান হাবিব (হাসান) করোনায় ক্ষতিগ্রস্ত ও  দুস্থ অসহায় ৩ শত পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেছেন ।

সমাজসেবক মীর আহসান হাবীব এর ছোট ভাই ইঞ্জিনিয়ার মীর সোহেল এর সার্বিক তত্ত্বাবধানে তাদের নিজ অর্থায়নে শনিবার সকাল ৯টায় উপজেলার গট্টি ইউনিয়ন কসবা গ্রামে  নিজ বাড়ী আঙ্গিনায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় । এর আগে চলমান রমজান মাসে প্রায় ৫শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গট্টি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মীর মোয়াজ্জেম আলী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ফরিদূর রহমান ফরিদ, সমাজসেবক মীর আশরাফ আলী, কবির খান, সেকেন্দার মাতুব্বর, হাজী জালাল উদ্দিন মাস্টার প্রমুখ।

মীর আহসান হাবিব হাসান কাতারপ্রবাসী সে কসবা গটি  গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মীরের ছেলে।