Opu Hasnat

আজ ১৮ জুন শুক্রবার ২০২১,

ব্রেকিং নিউজ

মোরেলগঞ্জে পানির জন্য জীবন গেল বৃদ্ধার বাগেরহাট

মোরেলগঞ্জে পানির জন্য জীবন গেল বৃদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আঞ্চলিক মহা সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে সকালে পূর্ব সরালীয়া গ্রামের ডা. মন্টু শেখের স্ত্রী ৩ সন্তানের জননী রাবেয়া বেগম (৫২) ইজি বাইকের ধাক্কায় নিহত হন। বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে গিয়ে গাড়ীর ধাক্কায় পড়ে গিয়ে নিহত হয়।

নিহতের পরিবার সূত্রে জানাগেছে, খাবার পানি আনতে ব্র্যাক অফিসের দিকে যাবার সময় একটি যাত্রীবাহী ইজিবাইক তার মাকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয়। স্থানীয় লোকজন তুলে ফায়ার সার্বিসের সহায়তকা হাসপাতালে পৌছে দেয়। 

মোরেলগঞ্জ হাসপাতালের ডাক্তার মুফতি কামাল হোসেন বলেন, ঘটনা স্থালেই তার মৃত্যু হয়েছে। লাশ এখনও হাসপাতালে পড়ে আছে কেউ নিতে আসেনি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। নিহতের পরিবার জেলা প্রশাসক স্যারের কাছে গেছে, তার সিদ্ধান্ত মতে ব্যবস্থা গ্রহন করা হইবে। 

এই বিভাগের অন্যান্য খবর