Opu Hasnat

আজ ১৮ জুন শুক্রবার ২০২১,

ব্রেকিং নিউজ

গুরুতর অসুস্থ নূর এ আলম সিদ্দিকী ঝিনাইদহ

গুরুতর অসুস্থ নূর এ আলম সিদ্দিকী

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, ৬ দফা, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, নুর এ আলম সিদ্দিকী গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য বুধবার তাকে থাইল্যান্ড নেওয়া হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

নূর এ আলম সিদ্দিকীর ছোট ভাই বাসের আলম সিদ্দিকী জানিয়েছেন, তার বড় ভাই এক সপ্তাহ ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে তার। নূর এ আলম সিদ্দিকী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর নেতা ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিও ছিলেন। তিনি যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নূর এ আলম সিদ্দিকীর বড় ছেলে তাহজীব আলম সিদ্দিকী সমি ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু) আসনের সংসদ সদস্য। পরিবারের পক্ষ থেকে এই নেতার সুস্থতা ও দোয়া কামনা করা হয়েছে।