Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন ড. ইউনূস আইন ও আদালত

আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন ড. ইউনূস

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। গ্রামীণ টেলিকমে কর্মী নিয়োগের বিষয়ে আদালতের আদেশ পালন না করায় আদালত অবমাননার অভিযোগের মামলায় এই ক্ষমা চান তিনি। ক্ষমা চাওয়ায় তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

এ সংক্রান্ত আদেশে গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পুনর্নিয়োগের বিষয়ে জারি করা রুলটি শুনানির জন্য ২২ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে।

আদালতে গ্রামীণ টেলিকম ও ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। আর কর্মচারীর পক্ষে আইনজীবী ছিলেন মো. ইউসুফ আলী।