Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

‘ফিরে দেখা ৭ই মার্চ’ // পারভেজ আলী শিল্প ও সাহিত্য

‘ফিরে দেখা ৭ই মার্চ’ // পারভেজ আলী

আমার কর্ণ ভেদ করে বেজে ওঠে 
বঙ্গবন্ধু তোমার সেই ভাষণ, 
যে ধ্বনি’র বজ্রকন্ঠে জেগেছিলো-
সাত কোটি বাঙালী বীর, 
সেইদিন ৭ই মার্চের ভাষণে তোমার 
মোরা নতো করিনি শির! 

সে রেসকোর্সে মাঠে বলেছিলে তুমি
বাঙালি মোরা কাপুরষ নয়,
বুকের তাজা রক্তের বিনিময়ে হলেও
মোরা ছিনিয়ে আনব জয়! 

তোমার সেই ডাকে গর্জে উঠেছিলো
লাখো-কটি বাঙালী’র দল,
ভীরু কাপুরুষের মত পিছুপা হয়নি
মোরা ছিলো শত বুকে বল! 

চলার পথে পেয়েছি মোরা শত বাধা
তবুও হারাইনি সেই আস্থা,
৭’ই মার্চের ভাষণে মনে হয় ছিলো--
লুকিয়ে স্বাধীনতা’র রাস্তা! 

সেই ভাষণে ছিলো নিহিত মোদের
বাংলার লাল-সবুজ ভূমি, 
রক্তমাখা পতাকা দিয়েছিলে তুলে 
বঙ্গবন্ধু শেখ মুজিব তুমি!