Opu Hasnat

আজ ২৪ এপ্রিল বুধবার ২০২৪,

পহেলা ফাল্গুনে হিমালয়কন্যা থিয়েটারের বসন্ত উৎসব ও পিঠা মেলা পঞ্চগড়

পহেলা ফাল্গুনে হিমালয়কন্যা থিয়েটারের বসন্ত উৎসব ও পিঠা মেলা

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাটে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সেমিনার হলে বিকাল ৪ টায় হিমালয়কন্যা থিয়েটারের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কর্ণধার নাট্যকর্মী সিজুল ইসলাম। 

সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য ধনেশ চন্দ্র বর্মন, মুন্না কবির, সুকুমার চন্দ্র বর্মন, অনিল চন্দ্র শর্মা, কল্পনা রাণী,মোনালিসা আক্তার আইরিন, সুমন চন্দ্র বর্মন, সীতা রানী, মিতু রানী, পূজা রানী ভারতী রানী, খুশি রানী, জাহিদ হাসান। সভায় যৌথ ভাবে উমেন এন্ডিং হাঙ্গারের সাথে আগামী পহেলা ফাল্গুন বসন্ত উৎসব ও পিঠা মেলা উদ্যাপন করার সিদ্ধান্ত নেয় হিমালয়কন্যা থিয়েটার। বর্ণাঢ্য কর্মসূচিতে থাকবে দুপুর ২ টায় আনন্দ পদযাত্রা, বসন্ত কথন, কবিতা আবৃত্তি, গান ও নৃত্য। ১৪ ফেব্রুয়ারি রবিবার হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের বলরামহাট ক্যাম্পাসে দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে এ মেলা। দুপুর থেকেই পিঠার স্টল ও নিরাপদ সবজির পসরা নিয়ে বসবে গ্রামের প্রান্তিক নারীরা। এদিন মেয়েরা বসন্তের শাড়ি এবং পাঞ্জাবী পড়ে অনুষ্ঠানে অংশ নেবে।