Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা মুক্তিবার্তাখাগড়াছড়ি

মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সার্বিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে খাগড়াছড়ি জেলার সাবেক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মো: হাসানুল ইসলামের সঞ্চালনায়, খাগড়াছড়ির সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: রইস উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি জেলার সাবেক ডেপুটি কমান্ডার মো: খলিলুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মনসুর আলী, মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আবুল হাশেম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি জেলার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইস উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের অনেকে বিভিন্ন অফিসে সেবা নিতে গেলে সঠিক সেবা থেকে বঞ্চিত হতে হয়। তাই সকল মুক্তিযোদ্ধাদের সেবার মান নিশ্চিত করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি ফারজানা আক্তার ববি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আমরা সব সময় শ্রদ্ধা করি। মাটিরাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধাদের যে কোন সেবা দিতে উপজেলা প্রশাসন প্রস্তুুত রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলার সকল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, সন্তান কমান্ড, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।