Opu Hasnat

আজ ২ জুন শুক্রবার ২০২৩,

দুর্গাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নারী ও শিশুনেত্রকোনা

দুর্গাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে পুকুরে ডুবে রাশেদুল ইসলাম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া গ্রামের আরিফ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সবাই কাজে ব্যস্ত থাকায় শিশুটি উঠানে খেলা করছিলো। হঠাৎ সবার অগোচরে কোন এক সময়ে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুজি শুরু করলে বিকেলে ওই পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।