Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

মুক্তিযোদ্ধা ওমর আলী ও ইউএনও ওয়াহিদার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন মুক্তিবার্তাফরিদপুর

মুক্তিযোদ্ধা ওমর আলী ও ইউএনও ওয়াহিদার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খান ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে ফরিদপুরের সালথায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সালথা উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, কমান্ডার বাচ্চু মাতুব্বর, মুক্তিযোদ্ধা কাশেম মাতুব্বর, শিক্ষক জহিদুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান সৈয়দ নাজমুল হোসেন লিটু প্রমুখ।

বক্তারা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী ও তার কন্যা ইউএনও ওয়াহিদা খানমের ওপর সন্ত্রাসী হামলায় জরিত আসামিদের দ্রুত বিচার দাবি এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। মানববন্ধনে সালথা উপজেলার মুক্তিযোদ্ধা ও শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

উল্লেখ্য, বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।