Opu Hasnat

আজ ৯ জুন শুক্রবার ২০২৩,

ব্রেকিং নিউজ

নওগাঁয় ট্রাক-ট্রলির সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু নওগাঁ

নওগাঁয় ট্রাক-ট্রলির সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলার ঘড়াইল এলাকায় ট্রাক-ট্রলির সংঘর্ষে মাহাবুব (৪২) ও আনোয়ার হোসেন (৪০) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৯ মে) সকালে পত্নীতলা-সাপাহার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই ওই উপজেলার চকমমিন গ্রামের মৃত এজাহার আলীর ছেলে। 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ট্রলি নিয়ে পত্নীতলার দিকে যাচ্ছিলেন দুই ভাই। পথে ঘড়াইল এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের ট্রলিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।