নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত নওগাঁ / 
নওগাঁর ধামইরহাটের আগরাদিগুন মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুই সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- এএসআই বাশির হোসেন ও কনস্টেবল মুনির উদ্দীন।
নওগাঁ গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো: সামসুদ্দিন জানান, ধামইরহাট উপজেলার আগরাদিগুন এলাকায় মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি অভিযান পরিচালনা করে ১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশের একটি দল। ওই দলে যোগ দিতে এএসআই বাশির ও কনস্টেবল মুনির রওয়ানা হন। পথে আগরাদিগুন এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে এএসআই বাশির ও কনস্টেবল মুনির গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদেরকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন।