Opu Hasnat

আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৩,

ব্রেকিং নিউজ

ফের মিন্নির জামিন নামঞ্জুর বরগুনা

ফের মিন্নির জামিন নামঞ্জুর

রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালতে জামিন আবেদনের ওপর শুনানি হয়। আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ২৩ জুলাই মিন্নির আইনজীবীরা এই জামিন আবেদন করেছিলেন। মিন্নির আইনজীবী মাহাবুবুল বারী আসলাম জানিয়েছেন, উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মামলার তদন্তকারী কর্মকর্তাকে আদালতে তলব করেন। তদন্ত কর্মকর্তা হত্যাকান্ডের সঙ্গে মিন্নির সংশ্লিষ্টতা বিষয়ে তথ্য উপস্থাপনের পর আদালত তার জামিন নামঞ্জুর করেন। 

মিন্নিকে আজ আদালতে উপস্থাপন করা হয়নি। রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাতকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় বরিশাল হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা করেন।