Opu Hasnat

আজ ৯ জুন শুক্রবার ২০২৩,

ব্রেকিং নিউজ

গোমস্তাপুরে ভটভটি উল্টে নিহত ৩ চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে ভটভটি উল্টে নিহত ৩

মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের সদর ইউনিয়নের নিমতলা এলাকাল ধানবোঝাই ভটভটি উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোপড়া গ্রামের রাজ্জাকের ছেলে শহিদুল, আব্দুল মান্নানের ছেলে রাকিব আলী, মৃত মনতাজ আলীর ছেলে মোজাফফর।

আহতরা হলেন- একই এলাকার মুকিম, পিয়ারুল, রবু, দুলাল, ওমর, আমিনুল, মান্নান ও সাদ্দাম।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান জানান, নাচোল উপজেলার নাকৈল গ্রাম থেকে ফেরার পথে উপজেলার নিমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি ধানবোঝাই ভটভটি। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ১০ জনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। 

বাকিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।