Opu Hasnat

আজ ৭ জুলাই বৃহস্পতিবার ২০২২,

ব্রেকিং নিউজ

বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫ লালমনিরহাট

বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫


লালমনিরহাট সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বড়বাড়ি এলাকায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

মঙ্গলবার রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ইজিবাইক যাত্রী দুইজন নারী, দুইজন পুরুষ ও একজন শিশু। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বড়বাড়ি বাজার এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুড়িগ্রামগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন ও কুড়িগ্রাম সদর হাসপাতালে দুইজন মারা যান।

আহতদের উদ্ধার করে লালমনিরহাট ও কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পাঁচজনের মধ্যে শিশু ও নারীর মরদেহ কুড়িগ্রাম সদর থানায় নেয়া হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে নিহত তিনজনের মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।