Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

যক্ষা রোগ নিয়ন্ত্রনে শিল্পী সমাজের ভূমিকা শীর্ষক এডভোকেসী সভা স্বাস্থ্যসেবাখাগড়াছড়ি

যক্ষা রোগ নিয়ন্ত্রনে শিল্পী সমাজের ভূমিকা শীর্ষক এডভোকেসী সভা

যক্ষা রোগ নিয়ন্ত্রনে শিল্পী সমাজের ভূমিকা ’২০১৫ শীর্ষক আলোচনা সভার বক্তারা বলেছেন যক্ষা রোগ নিয়ন্ত্রনে শিল্পী সমাজ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে। যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিল্পীসমাজের মূল্যবান ভুমিকা রয়েছে। আমরা সকলে এই রোগের হাত থেকে নিজেকে এবং অপরকে বাঁচাতে চাই। তাই এর জন্য আমাকে সকলকে সন্মিলিত প্রয়াস চলাতে হবে। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির(নাটাব) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বুধবার খাগড়াছড়ি জেলা  শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত যক্ষা রোগ নিয়ন্ত্রনে শিল্পী সমাজের ভূমিকা শীর্ষক এক এডভোকেসী সভার বক্তারা এ কথা বলেন। 

নাটাব খাগড়াছড়ি জেলা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জীতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও সংস্কৃতি বিষয়ক কমিটির আহবায়ক খগেশ্বর ত্রিপুরা । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ । মত বিনিময় সভায় অন্যাণ্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীত শিল্পী বীর মুক্তিযোদ্বা মংসাথোয়াই চৌধূরী, মোঃ আবুল কাসেম, মিসেস কাজল চৌধূরী ,বিশিষ্ট নৃত্য শিল্পী মিসেস এ্যামিলি দেওযান ও সাংবাদিক কফিল মাহমুদ  । কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাটাব সোসাল মোবাইলাইজার মোঃ হেলাল। সভায় যক্ষা প্রতিরোধ নিরাময় এবং যক্ষা রোগীদের সনাক্ত করে চিকিৎসা সেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় ৩০জন শিল্পী সহ  স্বেচ্ছাসেবীরা অংশগ্রহন করেন। 

এই বিভাগের অন্যান্য খবর