Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

লালমনিরহাটে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাট

লালমনিরহাটে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, লালমনিরহাট : ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শ্লোগান সামনে রেখে লালমনিরহাট জেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হল।

নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পদার্পন (এসডিজি) অর্জন করায় লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্দোগে ২২মার্চ সকাল দশটায় কালেক্টরেট মাঠে, সরকারি, বেসরকারি, প্রতিষ্ঠান সরকারের উন্নয়ন সহযোগী, এনজিও, স্কুল, কলেজের ছাত্র/ ছাত্রী, সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমবেত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। ব্যান্ড বাদকের বাজনার তালে তালে শিশু শিল্পীদের নৃত্যের তালে তালে শোভাযাত্রাটি শহড়ের গুরুত্বপূর্ণ মোড় প্রদিক্ষণ শেষে শেখ রাসেল শিশু পার্কের মুক্ত মঞ্চে সমবেত হন।

লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফের সভাপতিত্বে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের নারী সাংসদ এড্য সফুরা বেগম রুমি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এড্য মতিয়ার রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ লালমনিরহাট, এস,এম রশিদুল হক পুলিশ সুপার লালমনিরহাট ডাঃ কাশেম আলী সিভিল সার্জন লালমনিরহাট, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল ইসলাম বীর প্রতিক লালমনিরহাট প্রমূখ।

বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। আগামীতে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নয়ন ধারাবাহিকতা ধরে রাখতে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধি, দক্ষ জনশক্তি গড়ে তোলার কথা উল্লেখ করেন।